বিশেষ প্রতিনিধি :: সিলেটের কানাইঘাটে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের শান্তিপূর্ণ মানববন্ধনে যুবলীগ-ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২ জুন বৃহষ্পতিবার বিকাল ৩টায়। মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে যুব অধিকার পরিষদ আহ্বায়ক জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক নাহিদা খানমসহ সংগঠনের নেতাকর্মীরা বলেন- সিলেটের কানাইঘাটে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মানববন্ধনে ছাত্রলীগ-যুবলীগের দুর্বৃত্তদের হামলায় আব্দুল্লাহ আল মামুন সুজন, সামাদ আজাদ, সৈয়দ আলবাব, সাব্বির, তোফায়েল, রাহাতসহ আমাদের ১৫/১৬ জন নেতাকর্মী আহত হবার ঘটনায় গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং দোষী ছাত্রলীগ-যুবলীগের দুর্বৃত্তদের সুষ্ঠু বিচার দাবি করছে। মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, কুলাউড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহবুবুর রহমান রুমেলসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে একদল পুলিশ মানববন্ধনের আশপাশে অবস্থান করছিলো।