আমাদের দেশে শেখ হাসিনা নামে একজনের কাছে যাদু আছে : যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন

আমাদের দেশে শেখ হাসিনা নামে একজনের কাছে যাদু আছে : যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন

ইশরাত জাহান চৌধুরী :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বলেছেন- বর্তমান সরকার যুবকদের জন্য অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দেশের বেকার যুবক যুবতীদের উচিত হবে শুধু সরকারি চাকরির পিছনে না ঘুরে আর বিদেশে পাড়ি না দিয়ে দেশে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। দেশে যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিং গ্রহণ করে এখন অনেকেই সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। ২ জুন বৃহস্পতিবার দুপুরে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এ শ্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের যুব সংগঠনের প্রতিনিধি, যুব উদ্যোক্তা, আত্নকর্মী ও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত যুব সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি মেজবাহ উদ্দিন আরো বলেন- যতদিন আওয়ামীলীগ ও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন দেশ এগিয়ে যাবে। দেশের উন্নয়নের গতিকে কেউ বাঁধাগ্রস্থ করতে পারবে না, অগ্রগতি হবে। দেশের স্বপ্নের পদ্মা চালু হচ্ছে। এ সেতু নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সম্প্রতি নেদারল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন- সেদেশের কর্তা ব্যক্তিরা অবাক হয়ে জানতে চেয়েছেন- ছোট একটা দেশ, কোটি কোটি মানুষ নিয়ে এতো দুর্যোগ মোকাবেলা করে কিভাবে টিকে আছে ? আমি বলেছি- আমাদের দেশে শেখ হাসিনা নামে একজনের কাছে যাদু আছে। তিনিই সবকিছু মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা
জসীম উদ্দিন মাসুদের পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ যুব সমাবেশ অনুষ্ঠানেস্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব নজরুল ইসলাম। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সুস্মিতা দাশ, টি এম আলমগীর, শেখ মো. বাহা উদ্দিন প্রমুখ।
যুব সমাবেশ অনুষ্ঠানের আগে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন মৌলভীবাজার যুব উন্নয়ন কেন্দ্রের অডিটরিয়ামে মৌলভীবাজার জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দক্ষতা ও আন্তরিকতার সাথে সবাইকে সকল কাজে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়ে বলেন- দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *