সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিকশা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নংঃ- চট্টঃ ২৩৫৯ এর অন্তর্ভুক্ত চৌমোহনা টু একাটুনা ইউনিট’র অটোরিক্সা চালকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে ২১ মে শনিবার বিকালে। চৌমোহনা টু একাটুনা ইউনিট’র সভাপতি মোহাম্মদ রুমেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও চাঁদনীঘাট ইফনিট’র প্রচার সম্পাদক মোঃ রুহুল আলাম রনির সঞ্চালনায় চৌমোহনা টু একাটুনা ইফনিট’র কার্যালয়ে অনুষ্ঠিত এ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিকশা, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নংঃ- চট্টঃ ২৩৫৯ এর সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার টিআই (প্রশাসন ও অপারেশন) মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও প্রাবন্ধিক সরওয়ার আহমদ এবং চৌমোহনা টু একাটুনা ইউনিট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ হারুন। সভায় বক্তারা বলেন- ট্রাফিক আইন মান্য করে শ্রমিক জীবনকে সহজ সুন্দর করা যায়। ট্রাফিক আইনের মধ্যে শ্রমিকদের কল্যাণ নিহিত রয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগ শ্রমিকদের প্রতি আরো বেশী সহনশীলতা প্রদর্শন করতে হবে এবং পরিবহন শ্রমিকদেরকে ট্রাফিক আইনের প্রতি আরো বেশী শ্রদ্ধাশীল হতে হবে। তাহলেই আইনের সাথে শ্রমিকদের সর্ম্পক আরো বেশী সুদৃঢ় হবে। এসময় বক্তারা বিআরটিএ’র ঘুষ বাণিজ্যের সমালোচনা করেন। সভায় শ্রমিক ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।