ইভিএম মেশিনে ভোট নিয়ে ‘কারসাজি’ করা যায় না–ড. জাফর ইকবাল

ইভিএম মেশিনে ভোট নিয়ে ‘কারসাজি’ করা যায় না–ড. জাফর ইকবাল

সুরমার ঢেউ সংবাদ :: প্রযুক্তিগতভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভার্চুয়ালি ম্যানুপুলেট করা অসম্ভব বলে দাবি করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভোট গ্রহনের জন্যে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)-এর কার্যকারিতা নিরীক্ষা করর জন্যে নির্বাচন কমিশন প্রযুক্তিবিদদের আহ্বান জানিয়েছিলো। ইভিএম পরীক্ষা-নিরীক্ষা করার এ আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন কমিশন এসেছিলেন প্রযুক্তিবিদরা। সভায় অধ্যাপক জাফর ইকবাল বলেন- “ইভিএম ব্যবহার করা শুরুর আগে দেখে নেওয়া সম্ভব এটার ভেতরে কী আছে। কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ওপর নির্ভর করে। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো- আপনারা যদি আপনাদের মতো করে নির্বাচন করতে পারেন নতুন নির্বাচন কমিশন তৈরি করে, তাহলেও আপনারা এই মেশিনটা ব্যবহার করেন। এতে আপনাদেরই লাভ হবে।” তিনি বলেন- কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ব্যাপার, সেটা রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানুপুলেট করার সম্ভাবনা নেই। যারা ইভিএমের বিরুদ্ধে কথা বলেন, তাদের অনুরোধ করবো যেন সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে লিখে আমাদের জানান। আমরা তাদের ইভিএম সম্পর্কে ডিটেইলস জানাতে বা দেখাতে রাজি আছি। তিনি আরও বলেন- আমাদের দেশের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীরা নিয়মিত ইভিএম তৈরি করে। ইভিএম তৈরি করে তারা বিদেশ থেকে বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছে। ইভিএম মেশিন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কনভিন্সড হয়েছি। অত্যন্ত চমৎকার একটি মেশিন। এক মার্কার ভোট আরেক প্রার্থীর মার্কায় গিয়ে পড়বে, এটা এ মেশিন দ্বারা করা সম্ভব না। আমি সার্কিটগুলো খুলে দেখানোর জন্য বলেছিলাম। এটা ম্যালফাংশন করতেই পারে, ম্যালফাংশন করলে পরবর্তীতে অন্য মেশিন ব্যবহার করা যায়, কিন্তু ম্যানপুলেট করার কোনো সুযোগ নেই।
সকাল সোয়া ১০ থেকে অনুষ্ঠিত প্রায় ৪ ঘণ্টাব্যাপী এ সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, ৪ নির্বাচন কমিশনার এবং শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিন সাদ আবদুল্লাহ, ড. মো. মাহফুজুল ইসলাম, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাংলানিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *