রাজনগর থানার এসআই সমীরন সড়ক দূর্ঘটনায় নিহত ও সঙ্গীয় পুলিশসহ ৮ জন আহত

রাজনগর থানার এসআই সমীরন সড়ক দূর্ঘটনায় নিহত ও সঙ্গীয় পুলিশসহ ৮ জন আহত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার রাজনগর থানার এসআই সমীরন সড়ক দূর্ঘটনায় নিহত ও সঙ্গীয় ৮ পুলিশ আহত হয়েছেন ২১ মে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে। আসামী গ্রেফতার করে থানায় ফেরার পথে উপজেলার মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজনগর থানার এসআই এর নাম সমীরণ দাস (৪০)। নিহত এসআই সমীরণ দাশের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে। এ ঘটনায় তার সঙ্গীয় পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়- রাজনগর থানার এসআই সমীরণ দাসসহ ৯ জন পুলিশের একটি দল শনিবার রাতে আসামী ধরতে উপজেলার যাদুরগুল সাওতাল পাড়া এলাকায় যায়। সেখান থেকে ওয়ারেন্টভূক্ত ৩ জন আসামীকে গ্রেফতারের পর পুলিশ ভ্যানে (ঢাকা মোট্রো ঠ ১৪-২০০৫) করে থানায় নেয়ার পথে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেইনট্রি গাছে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সর্ভিস ও পুলিশ তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়ার সময় পথেই সমীরণ দাসের মৃত্যু হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আহতদের মধ্যে এসআই শওকত মাসুদ ভূঁইয়া, কনস্টেবল মাসুক মিয়া, আজিজুর রহমান, আসামী লক্ষণ সাওঁতালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও এসআই সোলেমান মিয়া, এএসআই জাহাঙ্গীর আহমদ ও অপর ২ আসামীকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *