সুরমার ঢেউ সংবাদ :: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাত সৃষ্ট বন্যায় সিলেটে বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। ফলে, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার দক্ষিন সুরমাসহ সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ১৭ মে মঙ্গলবার আনুমানিক দুপুর ২টার দিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাবার পাশাপাশি বিদ্যুতহীনতায় আরও বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। বিদ্যুৎহীনতার সাথেসাথে সিলেটের মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।
জানা গেছে- অব্যাহত ভারীবর্ষণ ও আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে বিদ্যুৎ সরবরাহের সুইচ ইয়ার্ড ও সংশ্লিষ্ট কন্ট্রোল রুম পানিতে নিমজ্জিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে উপকেন্দ্রগুলো সাময়িকভাবে অকেজো করে দেয়া হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট’র তথ্য অনুযায়ী- উজানে বৃষ্টিপাত না থামলে পানি নেমে যাবার কোন সম্ভাবনা নেই। তাই, উপকেন্দ্রগুলো সচল হবার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বেশ সময় লাগবে বলে ধারণা।