সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়মে পাউবোর ৮ কর্মক’র্তা বরখাস্ত

সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়মে পাউবোর ৮ কর্মক’র্তা বরখাস্ত

সুরমার ঢেউ সংবাদ :: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবহেলার কারণে যদি বাঁধের ক্ষতি হয়, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত পাউবোর ৮ জন কর্মকর্তাকে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে। গত ২০ এপ্রিল বুধবার বিকেল ৩টায় ধর্মপাশার ঘুমরা হাওর পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ‘হাওর এলাকায় কৃষকরা একটিমাত্র ফসল করে থাকেন। ফসলটা খুবই ঝুঁ’কিপূর্ণ। যেকোন সময়েই আগাম বন্যা ফসল নষ্ট করতে পারে। এবছর বন্যার প্রবণতা বেশী দেখা যাচ্ছে। ফলে, ইতিমধ্যে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বোরো জমির ধান তলিয়ে গেছে এবং অন্যান্য হাওরেও পানি বাড়ছে। এ আগাম বন্যায় যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা হবেন তাদের জন্য আগামী বছর সরকারের পক্ষ থেকে বীজ ও সার বিনামূল্যে দেয়া হবে- যাতেকরে কৃষকরা আগামী বছর সুন্দরভাবে বোরো ধান আবাদ করতে পারেন এবং অন্যান্য ধান আবাদ করতে চাইলে তাতেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। যেসমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে খাদ্য সহায়তা হিসাবে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হবে।
হাওরের বাঁধ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ প্রমুখ।
এর আগে সকালে মন্ত্রী জেলার জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওরের বাঁধ পরিদর্শন করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন। পরে তিনি তাহিরপুর মহালিয়া হাওরের বাঁধ পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *