সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটি বাতিল ও আইনানুগ কেন্দ্রীয় কার্যকরি কমিটি কর্তৃক ইউনিয়নের কার্যক্রম পরিচালনার দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিভিন্ন চা বাগানের চা শ্রমিক নেতারা। ২৪ এপ্রিল রোববার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আইনানুগ বিদ্যমান কেন্দ্রীয় কার্যকরি পরিষদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরি কমিটির নির্বাহী সভাপতি অশোক সরদার। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিজয় বুনার্জী, চা শ্রমিক নেতা পরিমল সিং বারাইক, সেলিম হক, দিলীপ কৈরী, প্রাণেশ গোয়ালা, গীতা রানী কানু ও সঞ্জয় ভৌমিক।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সংশ্লিষ্ট বিভাগ অনতিবিলম্বে ব্যবস্থা না নিলে তারা কঠোর আন্দোলনে যাবেন। চা শ্রমিক নেতা পরিমল সিং বাড়াই জানান- মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি জোর করে চা শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে আছে। অথচ তাদের কমিটি আইনগতভাবে বৈধ কমিটি। তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।