শাহ্ ইয়াছিন ফাউন্ডেশনের সংহতি জলসা ও ইফতার অনুষ্ঠিত মৌলভীবাজারে

শাহ্ ইয়াছিন ফাউন্ডেশনের সংহতি জলসা ও ইফতার অনুষ্ঠিত মৌলভীবাজারে

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে ‘শাহ্ ইয়াছিন ফাউন্ডেশন বাংলাদেশ’ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে সংহতি জলসা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে ২২ এপ্রিল শুক্রবার। শমসেরনগর ইফপি’র সাবেক চেয়ারম্যান ও শাহ ইয়াছিন একাডেমির সভাপতি মো. আব্দুল মছব্বিরের সভাপতিত্বে ও লেখক মহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংহতি জলসা ও ইফতার অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক সরওয়ার আহমদ। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি শহীদ সাগ্নিক। শাহ্ ইয়াছিন ফাউন্ডেশন বাংলাদেশ এর শুভ উদ্বোধন করেন শাহ্ ইয়াছিন’র উত্তরসূরী শাহ্ মো. লুৎফুর রশীদ। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কবি মুজাহিদ আহমদ, কবি জাবেদ ভূঁইয়া, কবি জাহিদুল ইসলাম, শাহ্ ইয়াছিন’র উত্তরসূরী শাহ্ আমিনুর রহমান, সৈয়দ ওয়াহিদ আলী, কবি আতাউর রহমান পারভেজ, হুমায়ূন রশীদ, গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে চিত্রশিল্পী শেখ নাঈম দিপু, কবি রূপক মোহিন, শাহ্ ইয়াছিন সাহিত্য পরিষদের সভাপতি হিমু চৌধুরী, ফাউন্ডেশনকে ভূমিদাতা সৈয়দ ফাতেমুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেছেন- মরমি কবি শাহ ইয়াছিনের গান, কবিতা ও জীবনী আমাদের অনাচারে নিমজ্জিত সমাজে আলোর বাহন হিসেবে কাজ করতে পারে। জীবনকে যে সহজ এবং সরলভাবে উদযাপন করে অতিবাহিত করা যায় এর নমুনা তিনি রেখে গেছেন। বক্তারা আরও বলেন- জীবনকে বুঝতে হলে শাহ ইয়াছিনের গান সহায়ক ভূমিকা রাখতে পারে। সময়ের প্রয়োজনে শাহ্ ইয়াছিনের গানের বার্তা ও ভাবধারা সমাজে ছড়িয়ে দিতে হবে। শাহ্ ইয়াছিন লোক সংস্কৃতি সাহিত্য চর্চার গুরুত্বারোপ করে বক্তারা সবসময় সংগঠনের কার্যক্রম গতিশীল রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *