সুরমার ঢেউ সংবাদ :: নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৯ এপ্রিল মঙ্গলবার ঐতিহাসিক বদর দিবস পালণ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা। জেলা তালামীযের সভাপতি এম কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির খানের পরিচালনায় বাদ জোহর জেলা তালামীযের এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। বিকেলে অসহায়, ছিন্নমূল ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। বাদ আছর শহরের পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মাওলানা মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা এমএ আলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক, মাওলানা সৈয়দ ইউনুস আলী, মাওলানা ইসহাক আহমদ, কেন্দ্রীয় তালামীযের সহ-সাধারণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় তালামীয সদস্য শেখ কাদের আল হাসান, হাফিজ জিল্লুর রহমান,
পৌর ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ, জেলা আল ইসলাহ সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা রুহুল আমিন, অফিস সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাওলানা কবি সালাহ উদ্দিন ইবনে শিহাব, দেওয়ানি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, দরগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মির্জা শামিম আহমদ ও শহর তালামীযের সাবেক সভাপতি দেলওয়ার হাসান সুমন।
এছাড়াও সদর উপজেলা আল ইসলাহ সভাপতি কাজী কবির আহমদ তালুকদার, জেলা তালামীয সহ-সভাপতি আব্দুল মোহাইমিন ফাহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আফছার ইবনে রহিম, প্রচার সম্পাদক শাহ শামাউন কবির, সহ-প্রচার সম্পাদক মোস্তাকুর রহমান সাদিক, আজিজুল ইসলাম রিয়াদ, সহ-অফিস সম্পাদক ফজলু হাসান, সরকারি কলেজ শাখার সভাপতি রাশেদ আহমদ, সদর উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) কাওছার আহমদ, টাউন কামিল মাদরাসা শাখার সহ-সভাপতি আইনুল হাসান, শহর তালামীয সাধারণ সম্পাদক হাফিজ মোজাম্মিল আহমদ, রাজনগর উপজেলা তালামীয সাধারণ সম্পাদক আলী হুসাইন মিতুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।