মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক্স-রে মেশিন দুইমাস যাবত অচল

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক্স-রে মেশিন দুইমাস যাবত অচল

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক্স-রে মেশিন দুইমাস যাবত অঢ়ল হয়ে আছে। সরকারি হাসপাতাল হওয়াতে গরিব রোগীরা এখানে কম মূল্যে জরুরি এক্স-রে করাতে পারতেন। কিন্তু, এক্সরে মেশিনটি অচল হওয়ায় গরিব রোগীদেরকে বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে গিয়ে ২-৩ গুণ বেশি মুল্যে এক্স-রে করাতে হচ্ছে । ফলে প্রতিদিন জেলার ৭টি উপজেলার হাজার হাজার রোগীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হু’মায়ুন কবির জানান- এক্সরে মেশিন অচল হবার পর আমরা ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেনেন্স ওয়ার্কশপ এন্ড ট্রেইনিং সেন্টারে চিঠি দিয়েছি। তারা সরেজমিন এসে সমস্যা চিহ্নিত করে গেছেন। তবে, এখনও এক্সরে মেশিনটি সচল করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *