সুরমার ঢেউ সংবাদ :: কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৫৩তম শহীদ নীরা বাউরী দিবস পালিত হয়েছে ১৩ এপ্রিল বুধবার। নীরা বাউরী পূর্ব পাকিস্তান চা শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন। দিবসটি পালন উপলক্ষ্যে সকাল ৯টায় চা শ্রমিকরা নীরা বাউরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পন শেষে চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নৃপেন বাউরীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী। বিশেষ অতিথি ছিলেন মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, মনু দলই ভ্যালির সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, চা বাগান পঞ্চায়েত এর সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ নেতৃবৃন্দ।
চা শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও এর বাইরে কাজে ওভার টাইমের পারিশ্রমিকের দাবিসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘট অনুষ্ঠিত হয়। ৫৩ বছর আগে ১৯৬৯ সালের ১৩ এপ্রিল পুলিশের গুলিতে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের কারখানার পাশে শ্রমিক নীরা বাউরী শহীদ হন এবং আরও কয়েকজন চা শ্রমিক আহত হন। এ আন্দোলনে নেতৃত্ব দেন চা শ্রমিক নেতা মফিজ আলীসহ চা বাগানের প্রবীন নেতৃবৃন্দ। পুলিশের গুলিতে নীরা বাউরীর মৃত্যুর পর আন্দোলন জোরালো হয়ে উঠে। চা শ্রমিকরা এ দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১৩ এপ্রিল শহীদ নীরা বাউরী দিবস পালন করে আসছেন।