সুরমার ঢেউ সংবাদ :: আমেরিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সৈয়দ কেফায়েতুল্লাহ নিহত হয়েছেন বাংলাদেশ সময় ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টাায় আমেরিকার সময় রাত ৮টায় (ইন্না লিল্লাহি…………রাজিউইন)। মৌলভীবাজার শহরের বনবীথি আবাসিক এলাকার বাসিন্দা, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাবেক চক্ষু বিশেষজ্ঞ ও বনবীথি আবাসিক এলাকার সৈয়দ আব্দুল মুনিম চক্ষু হাসপাতালের মালিক ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সৈয়দ কেফায়েতুল্লাহ গত ১৮ মার্চ স্বপরিবারে ২ মাসের জন্য আমেরিকায় বেড়াতে যান। ১৪ এপ্রিল বৃহস্পতিবার তিনি স্বপরিবারে আমেরিকার নিউইয়র্ক থেকে রোচেষ্টার যাবার পথে বাফেলোর কাছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় আমেরিকার সময় রাত ৮টায় তাকে বহনকারী প্রাইভেট কারটি একটি লড়ির সাথে প্রচন্ড ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং তার স্ত্রী, পালকপুত্র ও শ্যালক গুরুত্বর আহত হন। তার স্ত্রী বর্তমানে মুমুর্ষ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দূর্ঘটনায় পা ভেঁঙ্গে যাওয়া তার পালকপুত্র মেহরাব চিকিৎসাধীন এবং চিকিৎসাধীন আহত গাড়ীচালক উনার শ্যালক তুহিনের অবস্থা বর্তমানে আশংকামুক্ত। জানা গেছে- পরদিন শুক্রবার বাদ জুমআ আমেরিকার কানেকটিকাটের ম্যানচেষ্টার বায়তুল মামুর মসজিদে জানাযা শেষে তাকে তার বড়বোনের কবরের পাশে দাফন করা হয়।