জুড়ী(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজার জুড়ী উপজেলা জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামে কৃষকের জমিতে সেচ দেয়ার কাজে ব্যবহৃত সেচ মেশিন চুরি করে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের সাথে অনেকেরই মদদ রয়েছে বলে জানা গেছে। গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত জমির আলীর পুত্র সাইদুল ইসলাম ও দিগলবাগ গ্রামের সবু মিয়ার পুত্র তায়েব আহমেদ মিলে এক কৃষকের সেচ মেশিন চুরি করে নিয়ে শাহপুরের আব্দুল মজিদের পুত্র জুনেদ আহমদের নিকট বিক্র করে দেয়। পরে ওই কৃষক এর অভিযোগের ভিত্তিত্বে জুড়ী থানা পুলিশ অভিযোগ পেয়ে জুনেদের বাড়ী থেকে মেশিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এক পর্যায়ে গ্রামের মুরব্বিরা একটি শালিস বৈঠক ডাকলে গত ২৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে ওই বৈঠকে মৃত মবশ্বির আলীর পুত্র ইনাম উদ্দিনসহ ৪জন মিলে মেশিন চুরির কথা স্বীকার করে। এসময় গ্রামবাসীর সিদ্ধান্ত মোতাবেক চোরদের কে থানায় দেয়ার কথা উঠলে ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মতছিন আলী চোরদের পক্ষ নেয়ায় চোরকে থানায় দেয়া সম্বব হয়নি বলে বৈঠকে উপস্থিত গ্রামের মুরব্বিরা জানিয়েছেন। শাহপুরের ওই চক্রটি ইতিপূবে বেশ কিছু সেচ মেশিন ও হালের বলদ চুরি করে নিয়েছে। এতে করে অনেক কৃষক বিপাকে পরেছেন। প্রভাবশালী ওই চক্রটি চোরের পিছনে শেল্টার দেয়ায় কিছুতেই চোরদের ঠেকানো যাচ্ছে না বলেও তারা জানান।
অভিযোগ প্রসংগে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য মো. মতছিন আলী বলেন, বৈঠক থেকে চোরকে থানায় সিদ্ধান্তে আমিও একমত ছিলাম কিন্তু পরে ওই বৈঠকটি সিন্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়।