জুড়ীতে ভূমি দখলের পায়তারা-হুমকী দিচ্ছে প্রভাবশালী মহল

জুড়ীতে ভূমি দখলের পায়তারা-হুমকী দিচ্ছে প্রভাবশালী মহল

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গবিন্দপুর গ্রামে এক কৃষকের ভোগদক্ষলীয় মৌরসী ভূমিতে একটি প্রভাবশালী চক্রের চোঁখ পরেছে। এজন্য চক্রটি ওই কৃষককে কয়েক দফা হুমকি দিয়েছে বলে জানা গেছে। তাদের হুমকিতে ওই কৃষক ভীত সন্ত্রস্ত অবস্থায় দিনযাপন করছেন। তিনি আশংকা করছেন প্রভাবশালী ওই চক্রের সদস্যরা যে কোন সময় ভূমির দখল নিতে জমিতে ঝাপিয়ে পরতে পাড়ে। বর্তমানে তাদের হুমকিতে বিষয়টি উপেক্ষা করে জমির মালিক গবিন্দপুর গ্রামের মৃত মাওলানা ইরশাদ আলীর পুত্র মো. আব্দুল গণি ওই জমিতে ফসল বুনেছেন। তবে তিনি আশংকা করছেন জমিতে রোপন করা ধান কাটার সময়ে হয়তো তারা জোর জবর চালাতে পারে। তিনি আশংকা প্রকাশ করে বলেছেন হুমকি দাতাদের মধ্যে জায়ফরনগর গ্রামের বাসিন্দা মৃত নওয়াব আলীর পুত্র বদরুল ইসলাম। তিনি প্রত্যক্ষও প্ররক্ষভাবে বিষয়টির সাথে জরিত থাকায় মৌলভীবাজার আদালতে বিচারাধীন ভূমির দখল নেয়ার চেষ্টা চালাবে বলে আব্দুল গণি সাংবাদিকদের জানিয়েছেন।
আব্দুল গণি জানান, গবিন্দপুর মৌজার ৪১১নং বুজারত খতিয়ানের ১৪নং দাগের পরস্পর একশত শতাংশের মধ্যে ৬৩ শতাংশ ভূমি তার মৌরসী সম্পত্তি। তিনি এই ভূমির তসদিক করেছেন। কিন্তু চুড়ান্ত পর্চা প্রকাশে দেখা যায় দিজেন্দ্র কুমার দাস পিতা দুলাল রাম দাস নামের এক ব্যক্তির নামে চুড়ান্ত খতিয়ানের পর্চার লিপিবন্ধ হয়েছে। এই কান্ডটি কবে কারা করেছেন তা তিনি জানেন না বলে জানিয়েছেন।

এবিষয়ে বদরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল গণির সাথে জমি নিয়ে তার কোনো রকম জামেলা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *