সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সদরে টিসিবির পণ্য বিতরণ বিষয়ে ইউএনও’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ১৯ মার্চ শনিবার বিকেলে। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাঁধন জানান- মৌলভীবাজার সদর উপজেলায় ১০ হাজার ৩ জন পাচ্ছেন টিসিবির পণ্য। এর মধ্যে ১২টি ইউনিয়ন থেকে ৪,১৪৭ জনকে বাছাই করা হয়েছে। এছাড়া, কোভিট-১৯ অতিমারির সময় প্রধানমন্ত্রীর উপহার ২৫’শ টাকা প্রাপ্তরাও এই সেবার আওতায় রয়েছেন। এ সংক্রান্ত সকল আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০ মার্চ রবিবার সকালে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপকারভোগীরা প্রথম পর্যায়ে প্রতি কেজি ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, প্রতি কেজি ৬৫ টাকা দামে ২ কেজি মশুর ডাল ও প্রতি লিটার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল। প্রথম ধাপে প্যাকেজ মূল্য ৪৬০ টাকা। একজন উপকারভোগী রমজান মাস উপলক্ষ্যে ২ বার এ সেবা পাবেন। প্রথম ধাপে পণ্য কম থাকলেও পরবর্তীতে তা বাড়ানো হবে। ১২টি ইউনিয়নে উপকারভোগীরা পর্যায়ক্রমে এসব পণ্য পাবেন। সংবাদ সম্মেলনে উপজেলা আইসিটি অফিসার জাহাঙ্গীর আলম, টিসিবি’র মনিটরিং কর্মকর্তা অমেলেন্দু দাস, উপজেলা ট্যাগ অফিসার সালাউদ্দিন এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।