সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে সিনিয়র সাংবাদিক ও লেখক সরওয়ার আহমদ রচিত ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে ১৯ মার্চ শনিবার দুপুরে। এডভোকেট নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে ও কোরাস প্রকাশনীর কর্ণধার কবি মুজাহিদ আহমদের সঞ্চালনায় মৌলভীবাজার প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান। বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জজ আদালতের পিপি ও সাংবাদিক রাধাপদ দেব সজল, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
বক্তারা বলেন মুক্তিযুদ্ধ নিয়ে কোন গ্রন্থ রচনা করা সাহসের বিষয়। যারা লেখেন তারা খুব ঝুঁকি নিয়েই তা লিখে থাকেন। লেখক খুব ঝুঁকি নিয়ে কাজটি করেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ গ্রন্থটি পরবর্তী প্রজন্মের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। ৬০৮ পৃষ্ঠার এ গ্রন্থে মৌলভীবাজার জেলার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের সেই সময়কার নানা ঘটনার বর্ণনা ও তথ্য তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।