সুরমার ঢেউ সংবাদ :: বিশ্ব মানবাধিকার দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারে দুঃস্থ ও শীতার্তদের মাঝে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ ১০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায়। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, সময়ের সাহসী অনলাইন পত্রিকা বজ্রকণ্ঠ’র সম্পাদক প্রকাশক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এমসিএস-এ আমাদের মৌলভীবাজার অনুষ্ঠানের উপস্থাপক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মোঃ এমদাদ খান। সমবেত দুঃস্থ ও শীতার্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অতিথি হিসাবে উপস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক বেলাল তালুকদার, সোসাইটির সহ-সভাপতি ও দীপ্ত নিউজ ডটকমের সম্পাদক দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যকরী সদস্য, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা শ. ই. সরকার জবলু ও মহিলা বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার। উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাজন আবেদীন রাজু ও সহ-দপ্তর সম্পাদক রুহুল আলম রণি, সোসাইটির সদস্য সুজা আহমদ, মিতু আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ। আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে সোসাইটির সবাই উপস্থিত শতাধিক দুঃস্থ ও শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। উল্লেখ্য- বিশ্ব মানবাধিকার দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দের আর্থিক অনুদানে দুঃস্থ ও শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।