মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ২০ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী ৭৯ জন

মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ২০ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী ৭৯ জন

সুুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ২০টি ইউপি’র নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী ৭৯ জন। মনোনয়ন প্রত্যাশীদের নাম সুপারিশ করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে জেলা আওয়ামীলীগ। তবে, যোগ্য ব্যক্তিদের মনোনয়ন চান আওয়ামীলীগের দায়িত্বশীল নেতারা।
মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে- সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪৬ জনের জীবনবৃত্তান্ত নেয়া হয়েছে। এ ৪৬ জন প্রার্থীর নাম জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। একইভাবে রাজনগর উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা গেছে- উপজেলার ৮টি ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩৩ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনী বোর্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁদের নৌকার মনোনয়ন দেবেন, তাঁরাই নির্বাচনে অংশ নেবেন বলে জানান স্থানীয় নেতারা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৫ নভেম্বর। সদর ও রাজনগর উপজেলায় ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠান ২৩ ডিসেম্বর। নির্বাচন অফিস সূত্র অনুযায়ী সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১১৫ জন। আর, রাজনগর উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭০১ জন।
এদিকে, দলীয় একাধিক প্রার্থীকে নিয়ে অনেকটা বিপাকে আওয়ামীলীগ। সর্বশেষ জুড়ী উপজেলায় ৫টি ইউনিয়নের ১টিতে জয়লাভ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী। তাই, প্রার্থী নির্বাচনে আওয়ামীলীগ বেশ সতর্কতার সঙ্গে এগোচ্ছে।
এদিকে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। আওয়ামীলীগের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সিলেটের চিরাচরিত প্রথা ধরে রেখে এ দুই উপজেলায় ইউপি নির্বাচনে প্রবাসী প্রার্থীরাও বেশ আগ্রহ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *