মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে ১৫ নভেম্বর সোমবার। বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের অংশীদারিত্বে, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মৌলভীবাজার’র উদ্যোগে ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর ‘প্লাটফর্ম ফর ডায়লগ’ প্রকল্পের আওতায় এ পলিসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) তানিয়া সুলতানা’র সভাপতিত্বে ও পলিসি ফোরাম মৌলভীবাজার’র সাধারণ সম্পাদক পরিতোষ দেবের সঞ্চালনায় জেলা প্রশাসকের সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত পলিসি ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সুলতান আহমদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহবুবা সুলতানা আহমদ, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবিদা বেগম।
উপস্থিত ছিলেন ‘প্লাটফর্ম ফর ডায়লগ’ প্রকল্পের কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া ও আকলিমা চৌধুরী, সদস্য এহসানা চৌধুরী চায়না প্রমুখ। পলিসি ফোরাম মৌলভীবাজার’র আমন্ত্রণে জেলার বিভিন্ন সংবাদকর্মী, এনজিও কর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সমাজকর্মীসহ বিভিন্ন সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল কনফারেন্সেও সংযুক্ত ছিলেন সংবাদকর্মীসহ বিভিন্ন সচেতন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার কমিউনিটি ক্লিনিকগুলোর বাস্তবতা, সমস্যা, সম্ভাবনা ও সেবার মান উন্নয়ন নিয়ে ‘পজিশন পেপার’ উপস্থাপন করেন লেখক ও গবেষক আহমদ সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন পলিসি ফোরাম মৌলভীবাজার’র সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। অনুষ্ঠানে উপস্থিত সমাজের নানা শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ মুক্ত সংলাপে অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *