ইশরাত জাহান চৌধুরী:
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ ,সেমিনার, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
১৮ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌরমেয়র ফজলুর রহমান,অতিরিক্ত পুুুুুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা প্রমুখ।
বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুর বারী।
অনুষ্ঠানের শেষে শেখ রাসেল প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও জেলার ৭টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে যথাযোগ্যে মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।