জুড়ীর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত

জুড়ীর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।
১০ অক্টোবর রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় তা চূড়ান্ত হয়। সভায় জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নসহ দেশের ১৪টি জেলায় নিজেদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাবেক আহ্বায়ক আব্দুল খালিক চৌধুরীর পুত্র জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, পূর্ব জুড়ী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদীর, গোয়ালবাড়ী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ এবং সাগরনাল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূরকে মনোনয়ন দেয়া হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *