ইশরাত জাহান চৌধুরী :: যারা বিদেশে বসে সাইবারক্রাইম চালাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। তারা যদি আমাদের দেশের সিটিজেন হয়ে থাকে, তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই করা হবে। এদেরকে নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবের কাছে সহযোগীতা চাওয়া হয়েছে।
আজ ৯ অক্টোবর শনিবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নবনির্মিত জুড়ী থানা কমপ্লেক্স ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন- যারা বিদেশের সিটিজেন এবং বিদেশে বসে দেশের ভাবমুর্তি বিনষ্ট করছে আমরা সেসব দেশকে বিষয়টি জানাচ্ছি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফলক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, এসএমপি কমিশনার মোঃ নিশারুল আরিফ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। অনুষ্ঠানে জেলার অন্যান্য উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সরকারী কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২০১৫-২০১৬ অর্থবছরের ‘পুলিশ বিভাগের ১০১টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ’ প্রকল্পের আওতায় চারতলা বিশিষ্ট নতুন জুড়ী থানা কমপ্লেক্স ভবনটি ৭ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৩৫০ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর।
উল্লেখ্য- ২০১৬ সালে বিশাল জায়গার উপর নবনির্মিত ভবনটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।