মৌলভীবাজারে ফ্রি কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মৌলভীবাজারে ফ্রি কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইশরাত জাহান চৌধুরীঃ মৌলভীবাজার পৌরসভার আয়োজনে আজ শহরের পৌরজনমিলন কেন্দ্রে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও মৌলভীবাজার পৌরসভার উপসহকারি প্রকৌশলী রণধীর রায় এর পরিচালনায় পৌরজনমিলন কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও We For Bangladesh এর সার্বিক সহযোগীতায় সম্পূর্ণ ফ্রিতে কম্পিউটার অফিস এপ্লিকেশনে ১৬০ জন এবং লিংকডইন এন্ড লিড জেনারেশন কোর্সে ৪৪ জনকে সুযোগ দেয়া হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার অবসরপ্রাপ্ত নিবার্হী প্রকৌশলী মো: আবুল হোসেন খাঁন এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর জহির উদ্দিন আহমদ।

মৌলভীবাজার পৌরসভা ও সামাজিক সংগঠন ‘উই ফর বাংলাদেশ’ ২০১৭ সাল থেকে ফ্রি বেসিক কোর্সসহ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট ইত্যাদি কোর্স এর প্রশিক্ষণ দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *