রাজনগরে প্রধান শিক্ষিকা অপসারণের দাবিতে মানববন্ধন 

রাজনগরে প্রধান শিক্ষিকা অপসারণের দাবিতে মানববন্ধন 

ইশরাত জাহান চৌধুরী : মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রেম নগর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে উপস্থিত সবাই প্রধান শিক্ষিকার অপসারণ দাবি করেন। রোজ মঙ্গলবার সকাল ১০টায় রাজনগরের প্রেম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত  মানববন্ধনে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সদস্য তাহের মিয়া। ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি ও অভিভাবক বিলাল  , আতাউর রহমান, মঞ্জুর মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। প্রধান শিক্ষিকা লুৎফে আরা প্রায় বিশ বছর যাবত প্রেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী করে আসছেন। বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন থেকে মনগড়া রশিদ-বিল তৈরি করে টাকা উত্তোলন এবং ম্যানেজিং কমিটির সদস্যদের নিকট হিসেব-নিকেশ না বুঝিয়ে চালিয়ে যাচ্ছেন।  অনেকবার জেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেও কোন সুরাহা হয়নি, তাই আজকের এই মানববন্ধন। মানববন্ধনে অংশগ্রহণকারী সকল ব্যক্তিবর্গ প্রেম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণ দাবি করেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে অভিভাবকগণ তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন না বলে জানান। উক্ত অভিযোগের ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জানান উনার দপ্তরে এ সংক্রান্ত অভিযোগ আছে কিনা জানা নেই। এ ব্যাপারে শিক্ষা অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *