ইশরাত জাহান চৌধুরীঃ মৌলভীবাজারের আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট ও সমবায় কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ই সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকায় আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার এর অধ্যক্ষ ও উপ নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তানিয়া সুলতানা, সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল সমবায়। গ্রামের আত্মসামাজিক উন্নয়ন করতে গেলে সমবায় ভিত্তিতে করতে হবে,যা জাতির পিতার স্বপ্ন ছিল।
মতবিনিময় শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষণ কেন্দ্র ক্যাম্পাসে ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন।