কুলাউড়ার অসহায় ফাতেরা বেগমের দুঃখ ঘুচলো মুসলিম হ্যান্ডস এর ঘর পেয়ে

কুলাউড়ার অসহায় ফাতেরা বেগমের দুঃখ ঘুচলো মুসলিম হ্যান্ডস এর ঘর পেয়ে

সুরমার ঢেউ সংবাদ :: কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের দানাপুর গ্রামের ৪ সন্তানের জননী ফাতেরা বেগম। ছোট ছোট ৪ সন্তান রেখে স্বামী আরেকটি বিয়ে করে চলে গেছেন অন্যত্র। ১৮ বছর বয়সী বড় সন্তান পড়া লেখার পাশাপাশি টিউশনি করে যে কয়টাকা আয় করে তা দিয়েই চলে তাদের সংসার। সন্তানদেরকে নিয়ে প্রায় অনাহারে অর্ধাহারে কোন রকমে দিনাতিপাত করছিলেন ফাতেরা বেগম। কিন্তু, মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় জরাজীর্ণ বসতঘর। দীর্ঘদিন থেকে মেরামত করতে না পারায় একটু ঝড় বৃষ্টি হলেই ঘরের ভিতর হাঁটু পানি জমে। ঘর মেরামত বা একটি নতুন ঘরের জন্য সমাজের বিভিন্ন পর্যায়ে ধর্ণা দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। সবদিক থেকে নিরুপায় ফাতেরা বেগম এর এ কষ্টের কথা জানানো হয় মুসলিম হ্যান্ডস কর্তৃপক্ষকে। এগিয়ে আসেন তারা। রাতারাতি জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ঘর তৈরি করে দেয়া হয় ফাতেরা বেগমকে। এ মানবিক কর্মেও কারণে এলাকায় প্রসংশিত হচ্ছে মুসলিম হ্যান্ডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *