বন্যপ্রাণি হত্যা করায় মামলা দায়ের

বন্যপ্রাণি হত্যা করায় মামলা দায়ের

ইশরাত জাহান চৌধুরীঃ  নৃশংসভাবে বন্যপ্রাণি হত্যা করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার অভিযোগ এনে অভিযুক্ত হত্যাকারীর বিরুদ্ধে বনবিভাগ কর্তৃক মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার (৪সেপ্টেম্বর) শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম কমলগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ পত্রে তিনি জানান,তারা ফেইসবুকের মাধ্যমে জানতে পারেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থামার বরচেগ গ্রামের মৃত, আব্দুল মছব্বির এর ছেলে মোঃ মোস্তফা মিয়া(৩০) ও নেকবুল মিয়ার ছেলে পিংকু মিয়া(২৪) গত ২সেপ্টেম্বর রাতে একটি বন বিড়াল হত্যা করে সে ছবি ফেসবুকে প্রকাশ করে। অভিযোগে আরো বলেন, বন্যপ্রাণি হত্যা করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে অভিযুক্তরা বন্যপ্রাণি ( সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেছেন। তাই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি তিনি অনুরোধ জানান।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার বরচেগ গ্রামে একটি বনবিড়াল হত্যা করা হয়৷ হত্যা করার পর অভিযুক্ত হত্যাকারী মোঃ মোস্তফা ও পিংকু মিয়া সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) প্রকাশ করে এবং নিজেকে হত্যাকারী হিসেবে দাবী করে। ফেইসবুকের সেই পোস্ট সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নজরে আসে এবং মামলা দায়ের করবে বলে সাপ্তাহিক সুরমার ঢেউয়ের স্টাফ রিপোর্টার ইশরাত জাহান চৌধুরীকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *