সুরমার ঢেউ সংবাদ :: “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ (২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর) উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন/মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন/মতবিনিময় সভার শুরুতে স্বাগতঃ বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক। তিনি জানান- জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে জেলা মৎস্য বিভাগ কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষে সফল ৭ নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান, প্রামান্য চিত্র প্রদর্শন, প্রশিক্ষণ প্রভৃতি নানা কর্মসূচিসহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পরে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলন/মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।