বাবেগপ’র মৌলভীবাজার জেলা সভাপতি শ্যামল-সাধারণ সম্পাদক মুন্না-সাংগঠনিক সম্পাদক জলি

বাবেগপ’র মৌলভীবাজার জেলা সভাপতি শ্যামল-সাধারণ সম্পাদক মুন্না-সাংগঠনিক সম্পাদক জলি

সুরমার ঢেউ সংবাদ :: ‘জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মানে আমরা ঐক্যবদ্ধ’ এ স্লোগানকে সামনে রেখে শহীদ কানু স্মৃতি পাঠাগারের সভাপতি এডভোকেট কিশোরী পদ দেব শ্যামলকে সভাপতি, সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ মোকাম্মেল আলী মুন্নাকে সাধারণ সম্পাদক ও কমরেড পান্না লাল সোম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক প্রভাষক জলি পালকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদের মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে ১৪ আগস্ট শনিবার। বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজুর পরিচালনায় অনুষ্ঠিত জুম মিটিংয়ে এ মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রউফ স্মৃতি পাঠাগারের সভাপতি কবি শহীদ সাগ্নিক, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর গ্রন্থাগারিক শুভাময় রায় সজল ও বিশ্বসাহিত্য কেন্দ্র শ্রীমঙ্গল উপজেলা শাখার সংগঠক সৈয়দ আমীরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক চুনঘর পাঠাগারের তপন দে ও মফিজ আলী স্মৃতি পাঠাগারের সভাপতি নুরুল মোহামিন মিল্টন।
জুম মিটিংয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাবেক সাধারণ সম্পাদক, শহীদ কানু স্মৃতি পাঠাগারের সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর গ্রন্থাগারিক শুভাময় রায় সজল, বিশ্বসাহিত্য কেন্দ্র শ্রীমঙ্গল উপজেলা শাখার সংগঠক সৈয়দ আমীরুজ্জামান, সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গ্রন্থাগার সমিতির (ল্যাব) সিলেট বিভাগীয় কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, মফিজ আলী স্মৃতি পাঠাগারের সভাপতি সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, চুনঘর পাঠাগারের তপন দে, কমরেড পান্না লাল সোম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক প্রভাষক জলি পাল, সিতারা বানু শিক্ষা ট্রাস্ট পাঠাগারের পরিচালক এস.এম. মোহিন, এম.এ. সবুর মুক্তিযুদ্ধ পাঠাগারের সদস্য সচিব সাব্বির এলাহী, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, ধলাই পল্লী পাঠাগারের সভাপতি শিরীন শীলা, আদর্শ পাঠাগারের পরিচালক খালিক উদ্দিন, ফরিদা ইয়াসমিন প্রমুখ। নবগঠিত মৌলভীবাজার জেলা কমিটির সদস্যবৃন্দ এ ব্যাপারে সুধীমহলের সার্বিক সহযোগীতা কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *