জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় চুরি-ডাকাতি রোধ, সামাজিক অবক্ষয়তা থেকে রক্ষা পেতে মুসল্লীদের নিয়ে বিট পুলিশিং সভা করেছে জুড়ী থানা পুলিশ। আজ ২৯ আগস্ট শুক্রবার জুম্মা পর উপজেলার ভোগতেরা জামে মসজিদ সংলগ্ন মাঠে ভোগতেরা ও পশ্চিম কালিনগর জামে মসজিদের মুসল্লীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী। উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় ও ফয়জুর রহমান বটুলের সভাপতিত্বে এ বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন জুড়ী থানার সাব ইন্সপেক্টর আব্দুল মন্নান, স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, এলাকার মুরব্বি ফখরুল ইসলাম শামীম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আল ইসলাহর সাধারন সম্পাদক হাফিজ আব্দুল ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জমসেদুল ইসলাম, হাফিজ সেলিম উদ্দীন, জাতীয় পার্টি নেতা সুরমান আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মতিন প্রমুখ। সভায় জুড়ী থানার ওসি বলেন, সামাজিক অবক্ষয় থেকে আমাদের জাতিকে রক্ষা করতে হবে, সন্ধ্যা ৭ টার পর কোন শিক্ষার্থীকে রাস্তা ঘাটে চলাচল করতে দেওয়া যাবে না। এলাকায় চুরি রোধে পুলিশের পাশাপাশি এলাকার মানুষ কে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।