মৌলভীবাজারে আইসিইউ’র রোগীদের জন্য আর্থিক অনুদান দিলেন দুর্জয় ক্লাবসহ বিভিন্নজন

মৌলভীবাজারে আইসিইউ’র রোগীদের জন্য আর্থিক অনুদান দিলেন দুর্জয় ক্লাবসহ বিভিন্নজন

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসিইউ’র রোগীদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে দুর্জয় ক্লাবের পক্ষ থেকে ৩ আগস্ট মঙ্গলবার। দুর্জয় ক্লাবের সভাপতি ও তরুণ সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মৌলভীবাজার বিএমএ এর সভাপতি ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ঐঋঘঈ প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা. শাব্বির হোসেন খানের নিকট ১০ হাজার টাকার এ অনুদান হস্তান্তর করেন। এসময় দুর্জয় ক্লাবের সহ-সভাপতি সিরাজুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ তাকবীর হোসাইন ও নির্বাহী সদস্য সোহান হোসাইন হেলাল উপস্থিত ছিলেন। এসময় বিএমএ সভাপতি ডাঃ শাব্বির হোসেন খান দুর্জয় ক্লাব নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মৌলভীবাজার বিএমএ এর সভাপতি ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ঐঋঘঈ প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা. শাব্বির হোসেন খান এর ফেসবুক পোস্ট সূত্রে জানা গেছে- মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ঐঋঘঈ প্রদান ও স্থাপনের জন্য একজন রিমন আহমদ বেঙ্গল ফুড এর পক্ষ থেকে ২ লাখ টাকা, লাইফ লাইন হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার এর পক্ষ থেকে ১ লাখ টাকা এবং মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯১ এর পক্ষ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, মৌলভীবাজার বিএমএ’র সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. এম এ আহাদ এবং তাঁর স্ত্রী ডা. দিলশাদ পারভীন ১ লাখ ৪৪ হাজার টাকা অনুদানে আইসিইউ’র জন্য ১টি ঝুৎরহমব চঁসঢ় ও ২টি চধঃরবহঃ গড়হরঃড়ৎ, পর্তুগাল প্রবাসী ইছরাত জাহান টিনা এবং সাইফুর রহমান সুমন দম্পতি ফ্লো-মিটার এবং ট্রলিসহ ৪টি অক্সিজেন সিলিন্ডার (১.৩৬ কিউবিক মিটার) ক্রয়ের জন্য ৬৪ হাজার টাকা, মৌলভীবাজারের এ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মঞ্জু লাল দত্ত ১০ হাজার টাকা এবং হাজী আব্দুল খালিক এন্ড সন্স এর শামীম আহমেদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। এ অনুদানে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসিইউ ইউনিটের জন্য পর্যাপ্ত খরচ করার পরও ফান্ডে মোট ৪ লাখ ৯২ হাজার ১শ ৩৮ টাকা জমা রয়েছে। ৩ আগস্ট অপর এক ফেসবুক পোস্টে ডা. শাব্বির হোসেন খান জানান- ‘আইসিইউ’র কার্যক্রম চালানোর মত মোটামোটি যথেষ্ট পরিমান টাকা ফান্ডে জমা হওয়ায় আমরা আর কোন নগদ সহায়তা আপততঃ নেবনা। ভবিষ্যতে আবার যদি টাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবো আপনাদেরকে’। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতে যে কোন কঠিন পরিস্থিতি মোকাবেলায় বর্তমানের ন্যায় সবাইকে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *