মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ও ১৯০ জন আক্রান্ত

মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ও ১৯০ জন আক্রান্ত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও ১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একইসাথে এ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। আজ ২ আগস্ট সোমবার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৪৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৬৭ শতাংশ। একদিন আগে করোনা শনাক্তের এই হার ছিলো ৩৬ দশমিক ১৮ শতাংশ। সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৪৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ১৩৯ জন এবং মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।
নতুন শনাক্ত ১৯০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৮০ জন, জুড়ীর ৩ জন, শ্রীমঙ্গলের ৫২ জন, কুলাউড়ার ৩৯ জন, কমলগঞ্জের ৯ জন, বড়লেখার ৪ জন ও রাজনগরের ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৭৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৩৯ জনের মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ৪৩ জন, শ্রীমঙ্গলের ৪ জন, কমলগঞ্জের ১১ জন ও কুলাউড়ার ৮১ জন রয়েছেন। এতে জেলায় মোট সুস্থ্য হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫১ জনে। করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মৃত্যুবরণকারী ১ জন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রোগী। এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ৩ জন, বড়লেখার ৩ জন, কমলগঞ্জের ৩ জন, শ্রীমঙ্গলের ১০ জন, জুড়ীর ৪ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৩৪ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *