সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খাইরুল বাশার মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসের প্রদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতা মূলক প্রচারণায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন ২৭ জুলাই মঙ্গলবার। এসময় তিনি এখানে কর্তব্যরত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
দুপুরে শহরের কুসুমবাগ এলাকার বিভিন্ন দোকান পরিদর্শনকালে তিনি বলেন- সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কোভিড-১৯ মহামারী মোকাবিলায় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।
কয়েকটি দোকানদারদের সাথে কথা বলে তিনি জানতে চান- কখন খোলা ও বন্ধ করা হয়, ক্রেতাগণ মাস্ক পরে প্রবেশ করেন কিনা, পার্সেলের মাধ্যমে বিক্রি করা হয় কিনা। তিনি প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় টহল অধিনায়ক মেজর হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর সাবরিনা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।