সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে পিত্রালয় থেকে ৩ লাখ টাকা এনে দিতে না পারায় দুগ্ধপোষ্য সন্তানসহ স্ত্রীকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে একজন ড্রাইভারের বিরুদ্ধে। সন্তানসহ বিতাড়িত স্ত্রী এ ঘটনার বিচার চেয়ে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমল আদালতে একটি মামলা দায়ের করেছেন।
সন্তানসহ বিতাড়িত স্ত্রী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে- ২০১৮ সালে বিয়ের পর থেকে ঘটনার দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মাসুক মিয়া ড্রাইভার তার দাবী আদায় এবং পূণরায় নতুনভাবে দাবি আদায়ের জন্য স্ত্রী মোমিনা আক্তারকে নানাভাবে নির্যাতন করে আসছিল। এমতাবস্থায় সন্তান জন্মের পরেও দাবি আদায়ের জন্য স্ত্রী মোমিনা আক্তারকে নির্যাতন অব্যাহত রাখে। সেইসাথে সে পরকীয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। সর্বশেষ, গত চলতি বছরের ১১ এপ্রিল নিজের নামে গাড়ি ক্রয় করার জন্য স্ত্রী মোমিনা আক্তারকে তার পিতার কাছ থেকে ৩ লাখ টাকা এনে দেয়ার দাবী জানায়। স্ত্রী মোমিনা আক্তার ৩ লাখ টাকা এনে দিতে না পারায় ওইদিনই রাতে সন্তানসহ তাকে তাড়িয়ে দেয়। এ নিয়ে ২৫ এপ্রিল মোমিনা আক্তারের পিত্রালয়ে এক সালিশ অনুষ্ঠিত হয়। সালিশ অনুষ্ঠানেও মাসুক মিয়া ড্রাইভার পূণরায় ৩ লাখ টাকা দাবি করে জানায়, ৩ লাখ টাকা না দিলে মোমিনা আক্তারের সাথে আর সংসার করবেনা। ফলে, বিষয়টি মিমাংসার চেষ্টায় অনুষ্ঠিত সালিশটি ব্যর্থ হয়। এমতাবস্থায়, নিরুপায় সন্তানসহ বিতাড়িত স্ত্রী মোমিনা আক্তার মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমল আদালতে একটি মামলা দায়ের করেছেন। এ সংবাদ পরিবেশন পর্যন্ত, শিশুসন্তানকে নিয়ে মোমিনা আক্তার তার গরিব পিত্রালয়ে মানবেতর জীবনযাপন করছেন।