সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে শিশু ও নারীসহ ২১ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। তারা কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বলে পুলিশকে জানায়।
জানা যায়- ১৭ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শ্রীমঙ্গল সড়কের শ্রীমঙ্গল সড়কের মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।
আটক রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তারা ২০১৮ সালে ভারতে প্রবেশ করে। ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা কক্সবাজার যাবার জন্য বাসস্ট্যান্ডে আসে। আটক রোহিঙ্গাদের মধ্যে ৭ শিশু, ৮ নারী ও ৬ জন পুরুষ রয়েছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক।
উল্লেখ্য, এর আাগে গত ২৮জুন শহরের চুবড়া এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।