অগ্রণী ব্যাংকের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আইসিইউ বেড হস্তান্তর

অগ্রণী ব্যাংকের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আইসিইউ বেড হস্তান্তর

সুরমার ঢেউ সংবাদ :: অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও শামছ উল ইসলামের উদ্যোগে নাভানা গ্রুপের পক্ষ থেকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৩টি অত্যাধুনিক আইসিইউ বেড হস্তান্তর করা হয়েছে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের মাধ্যমে।
৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে মৌলভীবাজার পৌরসভা’র মেয়র ফজলুর রহমান আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিকের নিকট এ ৩টি আইসিইউ বেড হস্তান্তর করেন ।
এসময় উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও শামছ উল ইসলাম, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সাল জামান, অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ, ব্যবস্থাপক ফারুক আহমদ, হাসপাতাল ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আইসিইউ বেড হস্তান্তরকালে মেয়র ফজলুর রহমান বলেন- অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মৌলভীবাজারের কৃতি সন্তান শামছ উল ইসলাম করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে জরুরী জিনিসপত্র দিয়ে সমাজসেবায় কাজ করে যাচ্ছেন। এজন্য শামছু উল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *