মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে জেলা নাগরিক কমিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে জেলা নাগরিক কমিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের মাধ্যমে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবীতে মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে ১৬ জুন বুধবার দুপুরে। মিট দ্যা প্রেসে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয়।
জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদের সঞ্চালনায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মিট দ্যা প্রেসে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের সাবেক সাংসদ ও জেলা নাগরিক কমিটির উপদেষ্টা এডভোকেট নবাব আলী আব্বাস খান। উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ও লেখক সরওয়ার আহমদ, বিশিষ্ট লেখক ও গবেষক ব্যাংকার ড. মো. আবু তাহের, উপদেষ্টা ও ডা. ছাদিক আহমদ, উপদেষ্টা ও নাট্যকার খালেদ চৌধুরী, সদস্য সৈয়দ নওশের আলী খোকন, জাসদ নেতা এম এ হক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমদ মম, সৈয়দ আব্দুর রউফ মানিক, জাতীয় পার্টির কুলাউড়া উপজেলা সভাপতি লুৎফুল হক, রোটারিয়ান এএইচএম সাহাব উদ্দিন আহমেদ, ব্যবসায়ী আমিন উদ্দিন বাবু, সলিল শেখর দত্ত, সদস্য মাহমুদুর রহমান মাহমুদ, দুরুদ আহমদ, চৌধুরী মোহাম্মদ মেরাজসহ জেলা নাগরিক কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মিট দ্যট প্রেসে প্রেসক্লাবের সাংবাদিকরাও তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন এসএম উমেদ আলী, সৈয়দ মহসীন পারভেজ, আকমল হোসেন নিপু, সালেহী এলাহী কুটি, পান্না দত্ত, মু. ইমাদ উদ দীন, আহমেদ আফরোজ প্রমুখ। সাংবাদিকরাও অনতিবিলম্বে মৌলভীবাজারে মেডিকেল কলেজ বাস্তবায়নের জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *