মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সংঘঠিত জোড়া খুনের আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সংঘঠিত জোড়া খুনের আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :: মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সংঘঠিত চাঞ্চল্যকর জোড়া খুণের ঘটনায় দায়েরী শাবাব-মাহি হত্যামামলার পলাতক আসামি ফাহিম মুনতাসিরকে গ্রেপ্তার করেছে পিবিআই। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে ২২ মে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই এর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করে বলেন, চার্জশিট থেকে এ আসামিকে বাদ দেয়ায় মামলার বাদিনী আদালতে নারাজি দিয়েছেন। আমরা তদন্ত করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি। মামলার তদন্তের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ আদালতে তার রিমান্ড চাইবে। আশাকরি দ্রুত সময়ে মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় শাবাব ও মাহিকে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রাবাস এলাকায় ডেকে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ধরাশায়ী করা হয়। এসময় ঘটনাস্থলে থাকা তাদের বন্ধুরা ও পথচারীরা তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃতঃ ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী মৌলভীবাজার মডেল থানায় ১২ জনকে আসামি করে হত্যামামলা দায়ের করেন।
পুলিশ জানায়, লোমহর্ষক এ হত্যাকান্ডের প্রায় ১ বছর পর ২ জনকে বাদ দিয়ে ১০ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন মৌলভীবাজার মডেল থানার তৎকালীন ওসি সোহেল আহাম্মদ। কিন্তু ২ আসামীকে চার্জশিট বাদ দেয়ায় বাদী সেলিনা রহমান চৌধুরী নারাজি দিলে বিজ্ঞ আদালত মামলাটি পূণঃতদন্তের জন্য পিবিআই এর নিকট প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *