হাকালুকি হাওরপাড়ের কৃষকদেরকে বোরো ধান কাটা দ্রুত সম্পন্নের পরামর্শ কৃষি বিভাগের

হাকালুকি হাওরপাড়ের কৃষকদেরকে বোরো ধান কাটা দ্রুত সম্পন্নের পরামর্শ কৃষি বিভাগের

সুরমার ঢেউ সংবাদ :: শিলাবৃষ্টিসহ নানা প্রাকৃতিক দূর্যোগের আশংকায় হাকালুকি হাওরপাড়ের কৃষকদেরকে বোরো ধান কাটা দ্রুত সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। হাকালুকি হাওরপাড়ে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। গত ১ সপ্তাহ ধরে কৃষকরা ধান কাটা শুরু করেছেন। ১৯ এপ্রিল সোমবার হাওরের বিভিন্ন বোরো ধানের মাঠ পরিদর্শন করে কৃষকদেরকে ধান কাটায় উদ্বুদ্ধ করেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেদুজ্জামান বিন হাফিজ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, বড়লেখায় এবার ৪ হাজার ৯শ ৩০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্টিক টন। সিংহভাগ বোরোর চাষ হয়েছে হাকালুকি হাওরপাড়ের তালিমপুর, বর্নি ও সুজানগর ইউনিয়ন এলাকায়। অনুকুল আবহাওয়ার কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রথম দিকে খরায় কিছুটা ক্ষতি হলেও শেষদিকের বৃষ্টিতে ধানের বেশ উপকার হয়েছে। দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক গরম হাওয়ায় ধান নষ্ট হবার খবর পাওয়া গেলেও হাকালুকি হাওরপাড়ের বোরো ধান নষ্ট হয়নি। চিটার পরিমানও কম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার জানান, ১ সপ্তাহ ধরে বোরো ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলন হওয়ায় কৃষকরা অত্যন্ত খুশী। দূর্যোগের আশংকা থাকায় মাঠে গিয়ে কৃষকদের ধান কাটা দ্রুত সম্পন্ন করতে পরামর্শ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *