সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গনকবরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরনে পুষ্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলামসহ বিভিন্ন সরকারী, আধা-সরকারী, শায়ত্বশাসিত ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।
সকালে মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পরে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, কাবস, ইয়েলো বার্ডস, শিশু-কিশোর সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের কুচকাওয়াজ এবং শারিরীক কসরত প্রদর্শনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।