মৌলভীবাজারে দুইদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

মৌলভীবাজারে দুইদিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

হুমায়ুন রহমান বাপ্পী :: মৌলভীবাজারে জেলা প্রশাসন আয়োজিত দুইদিনব্যাপী উন্নয়ন মেলার (২৭-২৮ মার্চ) সমাপ্তি হয়েছে আজ ২৮ মার্চ বিকেলে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠস্থিথ উন্নয়ন মেলায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ। এ উন্নয়ন মেলায় স্টল প্রদর্শনীতে ১ম স্থান অর্জন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার, ২য় স্থান অর্জন করে জেলা মৎস্য অধিদপ্তর, মৌলভীবাজার, ৩য় স্থান অর্জন করে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এছাড়াও, মৌলভীবাজার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান অফিস, যুব উন্নয়ন অধিদপ্তরসহ ১০টি বিভিন্ন দপ্তরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্ত-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য- মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে গত ২৭ মার্চ সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে দুইদিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়। মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এ উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *