স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ৭ বীরাঙ্গনা মা-কে সংবর্ধনা প্রদান

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ৭ বীরাঙ্গনা মা-কে সংবর্ধনা প্রদান

সুরমার ঢেউ সংবাদ :: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১২ দিনব্যাপী স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়েছে ১৮ মার্চ বৃহষ্পতিবার। স্বাধীনতা উৎসবের দ্বিতীয় দিন স্বাধীনতা উৎসব উপলক্ষ্যে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে মৌলভীবাজার লেডিস ক্লাবের আয়োজনে ৭ জন বীরাঙ্গনা মা-কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা প্রাপ্ত ৭ জন বীরাঙ্গনা মা হলেন- প্রভাসিনী মালাকার, সন্ধ্যা রানী দেব, প্রভা রানী মালাকার, আরিনা বেগম, কমলা বেগম, মিনারা বেগম ও সাফিয়া বিবি। প্রত্যেক বীরাঙ্গনা মা-কে একটি উত্তরীয়, একটি ক্রেষ্ট, একটি শাড়ি ও আর্থিক সম্মাননা দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মুহিব টুটু। সভায় স্বাগত বক্তব্য রাখেন লেডিস ক্লাবের সহ-সভাপতি কানিজ ফাতেমা, জেলা ইউনিট কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন। বীরাঙ্গনা মায়েদের মধ্যে বক্তব্য রাখেন মিনারা বেগম ও সন্ধ্যা রানী দেব। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *