সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৮ ফেব্রুয়ারী রবিবার।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে সংগঠনের জেলা সভাপতি বেলাল তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এম এ কাইয়ুম সুলতানের সঞ্চালনায় শহরের চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদ, সৈয়দ রুহুল আমীন, চ্যানেল ২৪ প্রতিনিধি এম এ হামিদ, প্রেসক্লাব সদস্য এম এ কাইয়ুম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সুধাংশু শেখর হালদার, সহ-সভাপতি মোস্তফা উদ্দিন, শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলা, সিনিয়র সদস্য মামুনুর রহমান চৌধুরী মসু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি রুমান আহমদ, দূর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সাধারণ সম্পাদক এম এ সামাদ রাজা, সংগঠনের দপ্তর সম্পাদক সুলতানুল ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান খান, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি রুমানা আক্তার, শিপা, জসীম উদ্দিন, রুহুল আলম রনি প্রমুখ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যা, সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানিয়ে বক্তারা বলেন- সারাদেশে সাংবাদিকদের কন্ঠরোধ করার যে অপচেষ্টা চলছে তারই অংশ হিসেবে মুজাক্কির হত্যাকান্ড। মুজাক্কিরের হত্যাকারীদেরকেক চিহ্নিত করে বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। বক্তারা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সকল সাংবাদিক সংগঠনকেক একযোগে কাজ করারও আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *