গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদসহ ৯ জনের বিরুদ্ধে দূর্নীতি দমন আইনে মামলা

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদসহ ৯ জনের বিরুদ্ধে দূর্নীতি দমন আইনে মামলা

সুরমার ঢেউ সংবাদ :: দুর্নীতির অভিযোগে সিলেট জেলার গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদসহ ৯ জনের বিরুদ্ধে দূর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী রোববার সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ১৯৪৭ সালের দূর্নীতি দমন আইনে মামলাটি দায়ে করেন বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী। ইনছান আলী গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়াবস্তি এলাকার বাসিন্দা। আদালত মামলাটি আমলে নিয়ে দূর্নীতি দমন কমিশনকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দিতে বলেছেন।
মামলায় আসামীদেরকে অবৈধভাবে সরকারি জায়গা থেকে এবং বাদীর নিজের জায়গা থেকে পাথর উত্তোলনের সুযোগ করে দেয়ার বিনিময়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করেছেন এই মুক্তিযোদ্ধা। মামলায় প্রধান আসামী করা হয়েছে ওসি আব্দুল আহাদ ও ২য় আসামি করা হয়েছে একই থানার এসআই আব্দুল মান্নানকে। এছাড়াও মামলার অন্যান্য আসামিরা হলেন, গোয়াইনঘাট থানার মামারবাজার এলাকার ইমরান হোসেন ওরফে জামাই সুমন, বল্লাঘাট এলাকার বর্তমান বাসিন্দা আলাউদ্দিন, নয়াবস্তির পাখি মিয়ার পুত্র সমেদ, ফয়জুল ইসলাম, মো. ফিরোজ, রহমত আলী ও সানু মিয়া। মামলার এজহার সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ ও এসআই আব্দুল মান্নান তার মৌরসী জায়গা থেকে অন্যান্য আসামিদেরকে পাথর তুলতে দেয়ার মাধ্যমে আর্থিক ফায়দা হাসিল করেন এবং তিনি নিষেধ করলে তার উপর বলপ্রয়োগ করা হয়। এছাড়া অন্যান্য সরকারী খাস জায়গা থেকে আসামিদেরকে পাথর উত্তোলনের সুযোগ করে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, তেমনই বিভিন্ন যন্ত্রের ব্যবহারের ফলে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *