বিশেষ প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রামণে বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব, ১৯৬৪ সালে বিলেতে হালাল চিকেন ব্যবসা শুরু, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ে ব্রিটেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষনের দাবীতে ব্রিটিশ পার্লামেন্টে গমনকারী প্রথম বাঙালি প্রতিনিধিদলের অন্যতম সদস্য, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনেও দেশের প্রথম সরকারের প্রতি তাঁর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সদ্য প্রয়াত সৈয়দ আব্দুর রহমান।
রাজনগর ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ(ইউকে), এমবিএম বিজনেস গ্রুপ(বিডি) ও এমবিএম মিডিয়া ও সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া (সিআইপি, এফআরএসএ, এফআইএইচ) একান্ত আপনজন মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক সৈয়দ আব্দুর রহমানের মৃত্যুত্বে আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেন।
উপড়ের ছবিতে ড. এম জি মৌলা মিয়া, সৈয়দ আব্দুর রহমান ছেলে হাফিজ সৈয়দ কফিল উদ্দিন খছরু। চ্যানেল এস টিভির ওয়েষ্টমিডল্যান্ড বোরো চিফ এসই এম আশরাফ আহমদের মামা এবং বার্মিংহামের সাপ্তাহিক বাংলা মেইল পত্রিকার সম্পাদক সৈয়দ নাসির আহমদের চাচা।