মৌলভীবাজারে কবি সৈয়দ মুনাব্বরি আহমদের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মৌলভীবাজারে কবি সৈয়দ মুনাব্বরি আহমদের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সুরমার ঢেউ সংবাদ :: ব্রাহ্মণবাড়িয়ায় লিটলম্যাগ সম্পাদক ও তরুন কবি সৈয়দ মুনাব্বরি আহমদ ততনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ১৭ নভম্বের মঙ্গলবার দুপুরে। মৌলভীবাজারের বিক্ষুব্ধ লেখক ও সংস্কৃতিকর্মীরা মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখস্থ রাজপথে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। কথাসাহিত্যিক সৈয়দ মোহিবুল আমিনের সভাপতিত্বে এবং কবি ও সম্পাদক সুনীল শৈশব ও মুজাহিদ আহমদের সঞ্চলনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- কবি ও নাট্যকার আব্দুল মতিন, মনু থিয়েটারের কর্নধার আ স ম সালেহ সোহেল, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য শিবন, কবি ও সঙ্গীত শিল্পী নির্ভেন্দু নির্ধুত তপু, সৈয়দ মুজতবা আলী পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম, সমকাল সুহৃদ সমাবেশের সাধারন সম্পাদক উপানন্দ বর্মন, ছাত্রনেতা বিশ্বজিত নন্দী, শিক্ষক চৈতালী চৈতি, প্রিতম দাস প্রমুখ। সমাবেশে বক্তারা তরুন কবি সৈয়দ মুনাব্বরি আহমদ ততনের হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *