সুরমার ঢেউ প্রবাস :: চলতি বছর ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে বৃটেনের বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কাজে অবদানের জন্য সম্মাননা তালিকায় যুক্ত হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী। এদের মধ্যে বৃটেনের প্রাচীণতম সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর সাবেক সফল সাধারন সম্পাদক ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল ইন ইউকে এর সভাপতি বৃটেনের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম রেকর্ডধারী সেলিব্রেটি শেফ মোহাম্মদ ওলি খান হসপিটালিটি সেক্টরে বিশেষ অবদানের জন্য রাণীর সম্মান সূচক মেম্বার অব ব্রিটিশ এ্যাম্পায়ার (এমবিই) খেতাব অর্জন করেছেন। মোহাম্মদ ওলি খানের এ অর্জন বৃটেনের বাংলাদেশীদের জন্য তথা রাজনগরবাসীর জন্য এক বিরল দৃষ্টান্ত। বৃটেনের লোটন শহরে বসবাসকারী মোহাম্মদ ওলি খান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঠানটুলা গ্রামের কৃতিসন্তান। মরহুম আলহাজ্ব আইয়ুব আলী খানের ২ পুত্র ও ৩ কন্যার মধ্যে সবার বড় মোহাম্মদ ওলি খান ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে বৃটেনে গমন করেন। সেখানে তিনি ক্যাটারিং ব্যবসা শুরু করাসহ কমিউনিটি ও সমাজসেবামূলক কাজে সততা ও নিষ্ঠার সাথে নিরলসভাবে কাজ করেছেন- যা আজও অব্যাহত রেখেছেন।
মোহাম্মদ ওলি খান ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মান সূচক মেম্বার অব ব্রিটিশ এ্যাম্পায়ার (এমবিই) খেতাব অর্জন করায় ডেইলি সিলেট ডটকম, দৈনিক মৌলভীবাজার ডটকম ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এবং ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকনসহ সকল ডিরেক্টরবৃন্দ ও উপদেষ্টামন্ডলী এক যুক্ত অভিনন্দন বার্তায় বৃটেনের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিসিএ এর সাবেক সাধারণ সম্পাদক, কমিউনিটি লিডার ও সেলিব্রেটি শেফ মোহাম্মদ ওলি খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর আগামী দিনের অগ্রযাত্রায় সর্বঙ্গীন সফলতা কামনা করেছেন। পৃথকভাবে মোহাম্মদ ওলি খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর আগামী দিনের অগ্রযাত্রায় সর্বঙ্গীন সফলতা কামনা করেছেন সাপ্তাহিক সুরমার ঢেউ ও সুরমার ঢেউ ডটকম এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, ইউকে-বিডি ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিডল্যান্ডস অঞ্চলের প্রেসিডেন্ট, মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা ও মিডল্যান্ডস, ইউকে এর প্রেসিডেন্ট ড .এমজি মৌলা মিয়া সিআইপি।