মৌলভীবাজার জেলায় এবার ৯৬৯টি পূজামন্ডপে মহাসপ্তমী বিহিত পূজা উদযাপিত হচ্ছে

মৌলভীবাজার জেলায় এবার ৯৬৯টি পূজামন্ডপে মহাসপ্তমী বিহিত পূজা উদযাপিত হচ্ছে

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলায় এবার দেবী দূর্গার মহাসপ্তমী বিহিত পূজা উদযাপিত হচ্ছে সার্বজনীন ৮৪২টি এবং ব্যক্তিগত ১২৭টি মিলিয়ে মোট ৯৬৯টি পূজামন্ডপে।
করোনা ভাইরাসের কারণে এবারে স্বাস্থ্যবিধি মেনে অনেক কিছু সংক্ষিপ্ত করে পূজা উদযাপন করতে হচ্ছে আয়োজকদের। এদিকে পূজার প্রস্তুতি দেখতে মৌলভীবাজারের জেলা প্রশাসক নাহিদ আহসান ও পুলিশ সুপার ফারুক আহমদ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। ২৬ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে পূজা শুরুর পূর্ব থেকে শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *