সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে কর্মজীবি মহিলাদের স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ২১ অক্টোবর বুধবার। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় এ স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদেও সভাপতিতে¦ মৌলভীবাজার পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মজীবি মহিলাদের দিনব্যাপী স্বাস্থ্যক্যাম্পে কর্মজীবি মহিলাদের ভাতা ও উপহার সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামছুন নাহারের পরিচালনায় অনুষ্ঠিত এ স্বাস্থ্যক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা। বক্তব্য রাখেন সাইফুর রহমান, জুবের আহমদ, সানজিতা আক্তার, রহিমা বেগম, রোকসানা আক্তার প্রমুখ। স্বাস্থ্যক্যাম্পে জেলার ২ শতাধিক কর্মজীবি মহিলা অংশগ্রহন করেন।